৭১ ডেস্ক :: নড়াইলের সদর উপজেলার সিংগা শোলপুর কালীপ্রসন্ন(কেপি) মাধ্যমিক বিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এ পুনর্মিলনীর জন্য রেজিষ্ট্রেশন চলছে। প্রক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে খোলা রেজিস্ট্রেশন বুথে এবং অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান আহবায়ক চারণ কবি অধ্যক্ষ রওশন আলী ও সদস্য সচিব ডা: আব্দুর রউফ পৃথক বার্তায় আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ জানিয়েছেন।