মুশফিকুর রহমান: আজকের দিনটি বাংলাদেশের তরুণ-তরুণীদের জন্য বিশেষভাবে উৎসবের। বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন এবং শবে বরাত একই দিনে পালিত হওয়ায় সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ। আর এই বিশেষ দিনগুলোর মিলনমেলায় বাংলা একাডেমির বইমেলায় দেখা গেছে উপচে পড়া ভিড়। সরকারি ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটিও থাকায় বইমেলায় সব বয়সের মানুষের সমাগম ঘটেছে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে এসেছে এক অনবদ্য ফাল্গুন। সেই আন্দোলনের প্রেরণা আজও তরুণদের মনে জাগ্রত। আর এই ফাল্গুনের প্রথম দিনেই বিশ্ব ভালোবাসা দিবসের মিলনে বইমেলার পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত।
বইমেলায় শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ পাপেট শো। এছাড়া বিভিন্ন প্রকাশনীর স্টলে দেখা গেছে নতুন বইয়ের সমাহার। পাঠকরা তাদের পছন্দের লেখকদের বই কিনতে ব্যস্ত থাকলেও বইমেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে এই বিশেষ দিনগুলোর সম্মিলন।
এদিনের বইমেলায় পরিবারের সব সদস্যকে একসাথে দেখা গেছে। এক দর্শক বলেন, “শবে বরাত, পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে হওয়ায় আজকের দিনটি সত্যিই বিশেষ। বইমেলায় এসে এই উৎসবের আমেজ উপভোগ করছি।”
বইমেলা চত্বরে গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল। তরুণদের মধ্যে ভালোবাসা দিবসের উৎসাহ ছিল লক্ষণীয়। ফুল, কার্ড ও উপহার নিয়ে তারা বইমেলায় এসে দিনটি উদযাপন করেছে।
এই বিশেষ দিনগুলোর সম্মিলনে বইমেলার পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। বইপ্রেমী মানুষেরা এই দিনটিকে স্মরণীয় করে তুলতে বইমেলায় এসে নতুন বই সংগ্রহ করছেন।
এদিনের বইমেলায় উপস্থিতি প্রমাণ করে, বইয়ের প্রতি মানুষের ভালোবাসা কখনও ফুরায় না। বিশেষ দিনগুলোর মেলবন্ধনে বইমেলা হয়ে উঠেছে সবার মিলনমেলা।