এম আর খান : আগামী ১৫ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্শাল আর্টের অন্যতম বড় ইভেন্ট “জেনেসিস ফাইট নাইট ২”। হাকা ফাইট প্রমোশনের ব্যানারে এই অনুষ্ঠানে অংশ নেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় এমএমএ (মিক্সড মার্শাল আর্ট) ও উশু ফাইট ক্লাবের যোদ্ধারা। এবারের ইভেন্টে তাদের অংশগ্রহণকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। ইভেন্ট চলবে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
বাংলাদেশে পেশাদার মার্শাল আর্টের প্রচার ও প্রসারে হাকা ফাইট প্রমোশনের এই উদ্যোগকে একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত বছর অক্টোবরে “জেনেসিস ফাইট নাইট ১”-এর সাফল্যের পর এই দ্বিতীয় আয়োজন আরও বড় পরিসরে করা হয়েছে। এ প্রসঙ্গে আয়োজকরা জানান, “আমরা চাই বাংলাদেশের যুবাদের মধ্যে মার্শাল আর্টের প্রতি আগ্রহ বাড়ুক এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হোক”।