ব্রেকিং নিউজ ::
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশ্বস্ত গণমাধ্যম মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রথম জাতীয় দৈনিক আমাদের’৭১ পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে আপনাকে স্বাগতম। নতুন আঙ্গিকে প্রকাশিত প্রিন্ট কপির জন্য আজই হকারকে বলে রাখুন।।

ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট সম্মেলন-২০২৫  অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, February 7, 2025
  • 105 Time View
ছবি-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সৈয়দ এম এ জিন্নাহ্ (৭১ ডেস্ক) : দেশের শহর-গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শক্তিশালী একটি এজেন্ট ব্যাংকিং চ্যানেল তৈরি করেছে ডাচ্-বাংলা ব্যাংক। এই চ্যানেলের আওতায় দেশজুড়ে প্রায় ৭ হাজার এজেন্ট নিয়োজিত আছেন।

এসব এজেন্টরা গ্রাহকের হাঁটা পথের দূরত্বের মধ্যে অবস্থান করে সার্বক্ষণিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছেন। শুধু তাই নয়, এই শক্তিশালী এজেন্ট চ্যানেল বহু সংখ্যক মানুষের কর্মসংস্থানের মাধ্যমে যথাযথ উপার্জনের সুযোগ করে দিয়ে তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখছে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি বহুজাতিক হোটেলে ব্যাংকের ঢাকা অঞ্চলের এজেন্টদের অংশগ্রহণে এজেন্ট সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের সিএসবিও আনোয়ার ফারুক তালুকদার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আসলাম-আল ফেরদৌস, শাখা ব্যবস্থাপক আকরামউল্লাহ ও শামিম কাদের, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: তানভীর আহমেদ, কমপ্লায়েন্স ম্যানেজার ও অফিস ইনচার্জ মুহাম্মদ মাহবুব আলম, সিনিয়র এরিয়া ম্যানেজার খায়রুল আলম, রফিকুর রহমান, লুৎফর রহমান, এরিয়া ম্যানেজার এনামুল হক চৌধুরী, সিনিয়র সেলস ম্যানেজার ইসতিয়াক, মাইনুল কাদের,তাজুল ইসলাম, সাকিব আহমেদ, তুহিন, আকাশ শাহা, লোন অফিসার মেহেদী হাসান, সবুজ হোসাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আসলাম-আল ফেরদৌস সম্মেলনে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি এজেন্ট ব্যবসায়ের সামগ্রিক অগ্রগতি, কৌশল নির্ধারণ, বিভিন্ন পরিকল্পনা ও পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এজেন্ট মালিকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে ব্যাংকটির ১২৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট এবং তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। এজেন্টদের বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন জিএম শফিকুল ইসলাম, রায়হান ইসলাম, ফেরদৌস কবির, বদরুল ইসলাম, কামরুজ্জামান খন্দকার, ফারুক আহমেদ, সাদ্দাম হোসেন, মাসুম আহমেদ, রাজীব আহমেদ, সেকান্দর আলী, ফরহাদ হোসেন, গোলাম মোর্শেদ, সাখাওয়াত হোসেন, হারুনুর রশিদ ও প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধিত্বকারী এজন্টরা আরও দায়িত্বশীলতা ও কমপ্লায়েন্স মেনে গ্রাহক সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা এজেন্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকটির সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: তানভীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...
All rights reserved @ The Daily Amader 71
Site Customized By NewsTech.Com