বহুবার এঁকেছি স্বদেশ
–ড. মহিউদ্দিন ফরিদ
বহুবার স্বপ্ন দেখেছি
বহুবার ভেঙ্গেছে হৃদয়
বহুবার কান্নায় ভেসেছি
বহুবার ঝরেছে রক্ত
বহুবার সবুজে লাল
বহুবার শোষিছে বহুজন
বহুবার হারিয়েছি স্বজন
বহুবার পিচ্ছিলে পথ
বহুবার খেয়েছি হোঁচট
বহুবার বেঁধেছি আশা
বহুবার লুন্ঠিত আব্রু
বহুবার পুড়েছে ঘর
বহুবার হানিছে বর্গী
বহুবার স্বৈরাচার ফ্যাসিবাদ
বহুবার পাচারে মণিমুক্তা
বহুবার মিশেছে বহুজনপদ
বহুবার কেড়েছে বাঙালিয়ানা
বহুবার জিতেছে বাঙালীরা
বহুবার এসেছে আক্রমন
বহুবার জেগেছে জনগণ
বহুবার জমেছে আন্দোলন
বহুবার বহুনেতৃত্বে আগুয়ান
বহুবার রেখেছে সন্মান
বহুবার দেখেছি ছলাকলা
বহুবার থেমেছে কথাবলা
বহুবার হয়েছে বিশ্বাসঘাতকতা
বহুবার পেয়েছি অকৃতজ্ঞতা
বহুবার বিকৃতি ইতিহাস
বহুবার ছড়িয়েছে দীর্ঘশ্বাস
বহুবার বহুছাত্রজনতার আত্মদান
বহুবার বহুবীরের বলিদান
বহুজন জনক হয়না সে এক প্রাণ
বহুর মাঝে সত্য হাসে
বহুবার সত্যই ফিরে আসে
শান্তি চাই মিটাও হিংসা-বিভেদ
সন্মুখে আগাও জাগাও যুক্তি-বিবেক
সময় এসেছে নতুনের আহ্বানে
একসুরে বাঁধি সকলে একগানে
বহুবার এঁকেছি স্বদেশ
বহুপ্রিয় সোনার বাংলাদেশ।
লেখক : অধ্যাপক -জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান -ব্যবসায় শিক্ষা অনুষদ।
কবিতা লেখকের ফেসবুক থেকে সংগৃহীত