দেড় বছরের বেশি সময় ধরে চালু হওয়া মেট্রোরেল প্রথমবারের মতো ছুটির দিন শুক্রবারও চলাচল করছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রোরেল। একইসঙ্গে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হওয়া কাজীপাড়া স্টেশন মেরামতের পর আজ থেকে চালু হয়েছে।
কাজীপাড়া স্টেশনে দেখা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা। শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ।
বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছিলেন, প্রতি শুক্রবার বেলা সাড়ে তিনটায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে।
আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।
ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের সমাধিতে ছাত্রদলছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের সমাধিতে ছাত্রদল
শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি
উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলবে। দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের বিরতি ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে বলে গতকাল বৃহস্পতিবার জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। খবর- ভোরের পাতা