নিজস্ব সংবাদদাতা ( আব্দুল বারী ) :: নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আফতার আলী (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত বৃদ্ধ বাগাতিপাড়ার মৃত বয়েন প্রামানিকের ছেলে। এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।