ব্রেকিং নিউজ ::
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশ্বস্ত গণমাধ্যম মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রথম জাতীয় দৈনিক আমাদের’৭১ পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে আপনাকে স্বাগতম। নতুন আঙ্গিকে প্রকাশিত প্রিন্ট কপির জন্য আজই হকারকে বলে রাখুন।।

জন্মদিনে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত পূবালী গ্রুপের চেয়ারম্যান

  • আপডেট টাইম : Wednesday, March 12, 2025
  • 6 Time View
ছবি : জাফর ইকবাল চৌধুরী, চেয়ারম্যান পূবালী গ্রুপ।

জন্মদিন, শুভ জন্মদিন
আঁধার ভেঙ্গে সূর্য হাসে বিশ্বভুবন আলোয় ভাসে,
পাখ-পাখালি ধরল গান নদীর বুকে ওই কলতান।
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে।
জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক জেড আই চৌধুরী’র জন্মদিন !
জন্মদিন, শুভ জন্মদিন !!

নিজের ৫৯তম জন্মদিনে জাতীয় ও আর্ন্তজাতিক র্পযায় থেকে অভিনন্দনর্বাতা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পূবালী গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক আমাদের’৭১ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব জাফর ইকবাল (জেড আই) চৌধুরী। জন্মদিনের প্রথম প্রভাতে বুধবার সকালে রাজধানীর নিজ বাসভবনে সহর্কমীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেড আই চৌধুরীকে। এসময় বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন দৈনিক আমাদের‘৭১ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ এম এ জিন্নাহ।

এরপর তাঁর হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠানে র্কমরত সহর্কমীরাও ফুল দিয়ে শুভচ্ছো জানান। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আর্ন্তজাতিক ব্যক্তিত্বরাও তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেনে বলে জানিয়েছেন। এ ছাড়া ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সামাজিক মাধ্যমেও জেড আই চৌধুরীকে শুভেচ্ছা জানান তাঁর বন্ধু-বান্ধব, সহর্কমীসহ বিভিন্ন দেশের আর্ন্তজাতিক ব্যক্তিত্ব।
জেড আই চৌধুরী একাধারে ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য চর্চা ও লেখনিতে আগ্রহী। তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ ‘স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট’ । এছাড়া সম্প্রতি ২১শে বই মেলায় অমর প্রকাশনী থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ ‘এ অবেলায়’ যথেষ্ট পাঠক প্রিয়তা পায়।
উপরন্ত তিনি একজন সমাজসেবক। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে এডিজিপি ফেলোশীপ গ্রহণ করেন। এছাড়া অতীশ দীপঙ্কর স্বর্ণ পদক ২০০৩ ভূষিত হন। সাহিত্যিক মীর মোশারফ হোসেন স্মৃতি স্বর্ণ পদক ২০০৫, ৭১ স্বর্ণ পদক, গুণীজন সংবর্ধনা ২০০৪। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্তৃক বিভিন্ন পুরষ্কারে ভূষিত হন। তিনি আইইউএইচপি, সিরাব, বিএনভিএস, মাদার তেরেসা, বিএলডিএ, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য ও বাংলা একাডেমি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের জীবন সদস্য।
বর্তমানে তিনি পূবালী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পূবালী মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের জাতীয় দৈনিক আমাদের’৭১, পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সম্প্রচারের অপেক্ষায় থাকা মক্তিযুদ্ধের চেতনায় চ্যানেল৬৯ (সিক্সটি নাইন) এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও পূবালী ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, পূবালী ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড, এ্যানজেল ইলেকট্রনিক্স, পূবালী রিভার ভিউ লিমিটেড, কক্স ইকো জোন লিমিটেড, টোকিও রিসোর্ট সিটি লিমিটেড, কনফিডেন্স ফুড এন্ড বেভারেজ, বিএনভিএস হেলথ্ কেয়ার লিমিডেট, পূবালী মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং কেবিজেড প্রপার্টিজ লিমিটেড, পূবালী গ্রুপ অব কোঃ লিঃ ও পূবালী মিডিয়া গ্রুপের চেয়ারম্যান।
জনাব জাফর ইকবাল চৌধুরী ১৯৬৬ খ্রিস্টাব্দে ১২মার্চ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মমিনুল্ল্যাহ চৌধুরী, মাতা আনোয়ারা বেগম। ব্যক্তিগত তিনি জীবনে দুই সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...
All rights reserved @ The Daily Amader 71
Site Customized By NewsTech.Com