সৈয়দ এম এ জিন্নাহ্ :: বিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ, সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে নড়াইলের শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংগাশোলপুর কালীপ্রসন্ন(কেপি) মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করা হয়েছে।
অমর একুশের মূল কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর একুশের প্রথম প্রহরে বিদ্যালয়ের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন প্রধান শিক্ষক মোড়ল আবুল হোসেন ও সহকারী প্রধান শিক্ষক তপন বিশ্বাস। পরে একে একে বিভিন্ন শিক্ষক, শিক্ষাথী, অবিভাবকবৃন্দ, বিভিন্ন ক্লাব ও সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে প্রধান শিক্ষকের নেতৃত্বে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৭টায় প্রধান শিক্ষক মোড়ল মোড়ল আবুল হোসেনের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে তাঁরা ভাষা শহিদদের স্মরণে বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।