ব্রেকিং নিউজ ::
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশ্বস্ত গণমাধ্যম মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রথম জাতীয় দৈনিক আমাদের’৭১ পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে আপনাকে স্বাগতম। নতুন আঙ্গিকে প্রকাশিত প্রিন্ট কপির জন্য আজই হকারকে বলে রাখুন।।

জমকালো আয়োজনে ভোলাহাট উৎসব-২০২৫ উদযাপিত

  • আপডেট টাইম : Friday, January 17, 2025
  • 14 Time View

এম. এস. আই শরীফ :: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ও রাজধানী ঢাকায় চাকরীরত সকল শিল্প-কলকারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী, বিভিন্ন পেশা ও উদ্দ্যোক্তা হিসেবে উৎপাদনমূখী কর্মে জড়িতদের মিলিত “ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকা”র আয়োজনে মিরপুর -১ প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন ও শুটিং স্পটে “ভোলাহাট উৎসব-২০২৫” উপলক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময় তিনি জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের কার্যসূচীর শুভ উদ্বোধন করেন। 

সকাল ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ বাপ্পি, পুলিশ সুপার অবসরপ্রাপ্ত আতাউর রহমান। অন্যদের মধ্যে দবিরুল ইসলাম , এ এম নাজমুল ইসলাম, আলাউদ্দিনসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

পরে প্রধান উপদেষ্টা মিজানুর রহমান আশিক আহমেদকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। 

মিলনমেলায় কমিটিকে আগামী দিনে এই সংগঠনকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। দিনব্যাপী জমকালো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ১৫০০ লোক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...
All rights reserved @ The Daily Amader 71
Site Customized By NewsTech.Com