মুক্তির পথে চল
-ফয়সাল আহমেদ শুভ
নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিতের দল,
জবান খোল এবার রণসঙ্গীত গেয়ে চল।
হাতে নে-রে ঢাল-তলোয়ার, শিকল ভাঙি চল,
মুছ চোখের জল, এবার মুক্তির পথে চল।
রক্ত গরম ক্রোধ চরম টগবগিয়ে চল,
জীবন দিয়ে অর্জিত স্বাধীনতার কথা বল।
তোর দেশ তোর অধিকার আদায় করি চল,
ছিঁড়ে দে কেটে দে-রে ভুয়া রাজনীতির শিকল।
বুকের আগুন বুকে চেপে, রাখবি কত বল?
ব্যাথার পাহাড়, কান্নার জল সাগর অতল,
নির্বোধ তোরা রাজনীতির গোলাম অবিকল,
ছিঁড়ে দে কেটে দে-রে ভুয়া রাজনীতির শিকল।
নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিতের দল,
মুছ চোখের জল, এবার মুক্তির পথে চল।
তোর অধিকারের কথা তুই নিজে মুখে বল,
চুরমার কর ভুয়া-রাজনীতির দেওয়াল।
তোর ঘামের, তোর শ্রমের হিসাব নিবি চল,
আয় বুকার দল, ভেঙে ফেল চোরের মহল;
পতাকা তোর, রাষ্ট্র তোর, তোর চোখে কেন জল?
নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিতের দল।
লেখক: ইংরেজি সাহিত্যের শিক্ষক, লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, নাটোর।