আমার নামটা বলিস না ভাই!
-রোমেন রায়হান
আবেদ আলী, ভাই না আমার! তুই না আমার বাপ!
দুই পা বাড়া, জাপটে ধরে এক্ষুনি চাই মাফ!
দ্যাখ চেয়ে দ্যাখ, জুলফি দিয়ে ঝরছে ভয়ে ঘাম
খুলিস না মুখ, বলিস না রে ভুলেও আমার নাম!
প্রশ্নফাঁসে টাকা মেলে, নাম ফাঁসে নাই লাভ
কোন কারণে বলবি রে নাম! বুদ্ধি খাটা, ভাব!
খুব বেশিদিন হয়নি আমার ক্যাডার হওয়ার কাল
উদাম গায়ে মাত্র আমার গজাইতেছে ছাল!
মাত্র আমার বাড়ার শুরু সাহেব সাহেব ভাব
চান্দা নিতে মাঝে মাঝেই আসছে পাড়ার ক্লাব!
মাদ্রাসাতে দিচ্ছি টাকা, বন্যা হলে ত্রাণ
আশেপাশের গ্রামের লোকে করতেছে সম্মান!
এখন যদি চাকরিটা যায়, বাঁচব না রে আর!
প্রশ্ন কেনার টাকাই আজও হইল না উদ্ধার!
আবেদ আলী, তুই ডুবেছিস, একলা তুইই ডোব!
ভাই না আমার! আমার উপর রাখিস না রাগ-ক্ষোভ!
সেদ্ধ ডিমের ট্রিটমেন্ট দিক, রিমান্ডে দিক চাপ
আমার নামটা বলিস না ভাই, তুই না আমার বাপ!
(বিশিষ্ট ছড়াকার ও চিকিৎসক রোমেন রায়হানের ফেসবুক থেকে সংগৃহীত)